‘ইসলামের বিজয়ের মধ্যদিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে’
- আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী সমর্থক ও দলীয় নেতা কর্মিদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে শরীয়তপুর। প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনার পাল্লা দিয়ে গণসংযোগ মিছিল মিটিং করছে রাজনৈতিক দলগুলো।
শরীয়তপুর গোসাইর হাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা তিনটির উপজেলা শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট বাজারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর ৩ আসনের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট হানিফ মিয়া সরদার নির্বাচনী প্রচারনা গণসংযোগ করছেন বিরামহীন ভাবে । ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাইছেন তিনি।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে জেলার গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী গরুরহাট মাঠ থেকে হাতপাখার ফেস্টুন ব্যানারে সজ্জিত সাদখোলা মাইক্রোবাস , পিকাপ গাড়ি ও শত শত মটর সাইকেল নিয়ে উৎসবমুখর ঝাকজমক ভাবে হাতপাখার পক্ষে নির্বাচনী মিছিল বের করা হয়েছে।
প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা ও নির্বাচনী শরীয়তপুর ৩ আসনের নেতা কর্মিরা এই নির্বাচনী মিছিলটি বের করেন। মিছিলটি জেলার গোসাইরহাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়ক হয়ে ডামুড্যা উপজেলায় যায়। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে ডামুড্যা উপজেলার গুরুত্বপূর্ণস্থান ও প্রধান সড়ক হয়ে ভেদরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়ক প্রদক্ষিন করে ভেদরগঞ্জ উপজেলা চত্ত্বরে এসে নির্বাচনী সমাবেশে অংশ নেয় ।
আজ বুধবার সকাল থেকে দিনব্যপি এই নির্বাচনী প্রচারনার মিছিলে সাদখোলা গাড়িতে দাড়িয়ে প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া তার প্রতিক হাতপাখা হাতে নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন । এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বলতে থাকেন চরমনাই পীর সাহেবের সালাম নিন হাতপাখায় ভোট দিন। হানিফ ভাইয়ের সালাম নিন হাতপাখায় ভোট দিন । সন্ত্রাস চাদাবাজ রুখে দিন হাত পাখায় ভোট দিন ইত্যাদি ইত্যাদি ।
তিন উপজেলায় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া সরদার বলেন, আল্লাহর রহমতে এবার ইসলামের বিজয় হবে। কারন শাষনের নামে বিগত সরকারের শোষনে মানুষ অতিষ্ঠ। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তাই মনে প্রানে চায় ইসলামী হুকুমত কায়েম হউক। তিনি আরো বলেন, বিগতদিনে যে সকল রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সকলেই বাংলাদেশের মানুষের স্বপ্ন পুরন না করে স্বপ্ন ভঙ্গ করেছে। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশে কোন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত করেনি। মানুষের মধ্যে বেকারত্ব বাড়িয়েছে। অর্থনৈতিক ভাবে দেশকে পিছিয়ে দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। তাদের দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে। বর্তমানে সময় এসেছে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার । ইসলামের হুকুমতে দেশ পরিচালিত হলেই অপরাধ থাকবে না । দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই যেখানে সেখানে ভোট না দিয়ে বিবেক দিয়ে ভোট দিতে হবে । আল্লাহর সন্তুষ্টির জন্য ভাল প্রার্থীকে ভোট দিতে হবে । তিনি দেশবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিক হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি আরো বলেন আল্লাহর রহমতে আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের মানুষের দায়িত্ব নিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।
অনুষ্ঠিত এই পাতপাখার মিছিলে অংশ নেন অন্যদের মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ কেয়ামত আলী,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সহ স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















