সংবাদ শিরোনাম ::
ঈদে অভ্যন্তরীণ রুটে ৪০টি অতিরিক্ত ফ্লাইট
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
আগামী ঈদুল ফিতরে অভ্যন্তরীণ রুটে ৪০টির বেশি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের কথা বিবেচনায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার করবে বিমান।
রাষ্ট্রীয় সংস্থাটি ১ থেকে ২০ রমজান পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন রুটের মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার ৫৯৯৯ টাকা, বরিশাল ৩৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুর ৪৪৯৯ টাকা মূল ভাড়া ঘোষণা করেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি বর্তমানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।