ওসমানীতে বিশাল স্বর্ণের চালান আটক
- আপডেট সময় : ০৩:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণেল বিশাল চালান আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা জুস মেশিনে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
আটক যাত্রী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন।
সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন।