কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের একজন স্থানীয় বাসিন্দা। বুধবার সেখানে প্রবল বর্ষণে পাহাড় ধসে গিয়ে ৯ ব্যক্তির মৃত্যু হয়।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা জানাচ্ছেন, প্রবল বর্ষণের কারণে পাহাড়ধসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে শিশু ও নারীসহ নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০-১৫ জন। মৃতদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি।
বাকিরা সবাই রোহিঙ্গা। মৃতদের মধ্যে, উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই শিবিরের রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), জামালের ছেলে মো. সালমান (৩)।
১০ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭), মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪), শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।