সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র্যাবের অভিযানে মাদকসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় র্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল জনৈক ফরিদুল আলমের বসতঘরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও একটি স্মার্টফোন উদ্ধার করে।
অভিযানকালে পলায়নের চেষ্টাকালে মোঃ ফরিদুল আলম (৪৯) কে আটক করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে অন্য আসামিদের মাধ্যমে বিক্রি করতেন।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















