করপোরেশনের গাড়ির চাপায় নারী পোশাককর্মী নিহত, অবরোধ মহাসড়ক

- আপডেট সময় : ৫০২ বার পড়া হয়েছে
সাজ সকালে কর্পোরেশনের গাড়ি চাপায় নারী পোশাককর্মী মুনিরা (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে শ’ শ’ পোশাককর্মীরা।
ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ পোশাককমর্রিা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছে।
কুনিয়া তারগাছ এলাকায় সড়ক পার হবার সময় গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় মুনিরা (৩০) নামে পোশাককর্মী নিহত হন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টা নাগাদ ঘটনা। নিহত মুনিরা টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গার্মেন্টস শ্রমিক মুনিরা মারা যায়।
এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।