সংবাদ শিরোনাম ::
কেজিতে ২০ টাকা বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে
রমজান আসন্ন। দিন শেষে রোজাদার মানুষ শরবত পানের মাধ্যমে ইফতার শুরু করেন। রমজানকে সামনে রেখেই হঠাৎ প্রতিকেজি চিনির দাম ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারন করা হয়।
চিনির দাম বাড়ানোর বিষয়টি প্রচণ্ড ভাবিয়ে তোলে সাধারণ ভোক্তাদের। কিন্তু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এই সিদ্ধান্ত অবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়। তাতে স্বস্তি ফেরে ভোক্তাদের।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার।
এর আগে, দুপুরে প্রতি সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য কেজিতে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছিলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। একই হারে বাড়ানো হয়েছে মিলগেট রেটও।