ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

গোবিন্দগঞ্জ আবাদী জমির গাছ কেটে ফেলার অভিযোগ

মো. তারাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিচারাধীন জমির ২শ কলাগাছ ও ৭০টি ইউক্যালিপটার্স কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মারিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিক থানায় এজাহার দাখিল করেছে।
গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিলকারী উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামের মৃত নবাব আলী প্রধানের পুত্র জামিরুল প্রধান এজাহারে উল্লেখ করেন তার শরিক ও পৈত্রিক সুত্রে পাওয়া বাড়ীর পাশর্^বর্তী একটি জমিতে লাগানো ২শ টি কলা গাছ ও ৩ বছর পূর্বে লাগানো ৩শ ইউক্যালিপটাস গাছের মধ্যে ৭০ টি গাছ একই গ্রামের মোফাজ্জল প্রধানের পুত্র শরিফুল ইসলাম ও শাহজাহান আলী সঙ্গীয় ৩০/৪০ জন সহ ধারাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশে দিনের বেলা কেটে ফেলেছে।
এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বিবাদীদের হাতে লাঠি-সোটা, রাম-দা, ধারালো ছোরা, হাসুয়া থাকায় মারপিট, খুন-জখমের আশংকা থাকায় কেউ বাধা দিতে যাইনি। এই সুযোগে বিবাদীগণ ফসলের ক্ষয়-ক্ষতি সংঘটিত করিয়া বিভিন্ন প্রকার ভয়-ভীতি, জমি দখলের হুমকী দিয়া ঘটনাস্থল ত্যাগ করে।জাামিরুল ইসলাম জানান ইতি পূর্বে গত ১০ অক্টোবর রাতে শরিফুল ইসলাম ও শাহজাহান আলী পরিকল্পিত ভাবে একই জমির পরিপক্ক ৬০ কলা গাছ কেটে ফেলে কলা লুট করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জ আবাদী জমির গাছ কেটে ফেলার অভিযোগ

আপডেট সময় :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিচারাধীন জমির ২শ কলাগাছ ও ৭০টি ইউক্যালিপটার্স কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মারিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিক থানায় এজাহার দাখিল করেছে।
গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিলকারী উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামের মৃত নবাব আলী প্রধানের পুত্র জামিরুল প্রধান এজাহারে উল্লেখ করেন তার শরিক ও পৈত্রিক সুত্রে পাওয়া বাড়ীর পাশর্^বর্তী একটি জমিতে লাগানো ২শ টি কলা গাছ ও ৩ বছর পূর্বে লাগানো ৩শ ইউক্যালিপটাস গাছের মধ্যে ৭০ টি গাছ একই গ্রামের মোফাজ্জল প্রধানের পুত্র শরিফুল ইসলাম ও শাহজাহান আলী সঙ্গীয় ৩০/৪০ জন সহ ধারাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশে দিনের বেলা কেটে ফেলেছে।
এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বিবাদীদের হাতে লাঠি-সোটা, রাম-দা, ধারালো ছোরা, হাসুয়া থাকায় মারপিট, খুন-জখমের আশংকা থাকায় কেউ বাধা দিতে যাইনি। এই সুযোগে বিবাদীগণ ফসলের ক্ষয়-ক্ষতি সংঘটিত করিয়া বিভিন্ন প্রকার ভয়-ভীতি, জমি দখলের হুমকী দিয়া ঘটনাস্থল ত্যাগ করে।জাামিরুল ইসলাম জানান ইতি পূর্বে গত ১০ অক্টোবর রাতে শরিফুল ইসলাম ও শাহজাহান আলী পরিকল্পিত ভাবে একই জমির পরিপক্ক ৬০ কলা গাছ কেটে ফেলে কলা লুট করে নিয়ে যায়।