ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে সিনএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় আসতেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ ১ অজ্ঞাতনামা যাত্রী নিহত ও আরো ৪ জন যাত্রী আহত হয়।

স্থানীয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি অটোরিকশা  মহাসড়কের পাশ থেকে সরিয়ে নেয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল হাসান জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।  দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় :

ময়মনসিংহের গৌরীপুরে সিনএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় আসতেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ ১ অজ্ঞাতনামা যাত্রী নিহত ও আরো ৪ জন যাত্রী আহত হয়।

স্থানীয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি অটোরিকশা  মহাসড়কের পাশ থেকে সরিয়ে নেয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল হাসান জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।  দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।