ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জনগণের আকাঙ্খা পূরণে সরকার কাজ করছে : মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিলম্ব নয় বরং জনাকাঙ্খা পূরণে অর্ন্তবর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার নিজের খেয়াল খুশি যা ইচ্ছে তাই করছেন না।

ছাত্র-জনতার রক্তের উপর গঠিত অর্ন্তবর্তী সরকার জনগণের আকাঙ্খা পূরণে হেলাফেলা করতে পারে না। এই সরকার জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে ভালো পরিবেশ তৈরী করতে কাজ করছে। এজন্য কিছু সংস্কার প্রয়োজন।

একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে বর্তমান সরকার চেষ্টা করছে। তিনি রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য উপদেষ্টা আরো বলেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটা অন্য বিষয়।

এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত একদিনও থাকতে চায়না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বুঝতে পারব। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বুঝা যাবে। তিনি বলেন, একমাত্র অর্šÍবর্তী সরকারই আছে যারা জুলাই বিপ্লবে অজির্ত নতুন বাংলাদেশ যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় সেজন্য কাজ করছে।

পূর্বের যে অনাচার, অন্যায়, দুর্নীতি ছিলো সেগুলো ঠিক করতে কাজ চলছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পুনর্বাসনে এই সরকার নিরলসভাবে কাজ করছেন।

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যলয়ের বিজ্ঞান ক্লাব অংশ নেয়। স্টলগুলোতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের আকাঙ্খা পূরণে সরকার কাজ করছে : মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

 

বিলম্ব নয় বরং জনাকাঙ্খা পূরণে অর্ন্তবর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার নিজের খেয়াল খুশি যা ইচ্ছে তাই করছেন না।

ছাত্র-জনতার রক্তের উপর গঠিত অর্ন্তবর্তী সরকার জনগণের আকাঙ্খা পূরণে হেলাফেলা করতে পারে না। এই সরকার জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে ভালো পরিবেশ তৈরী করতে কাজ করছে। এজন্য কিছু সংস্কার প্রয়োজন।

একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে বর্তমান সরকার চেষ্টা করছে। তিনি রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য উপদেষ্টা আরো বলেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটা অন্য বিষয়।

এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত একদিনও থাকতে চায়না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বুঝতে পারব। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বুঝা যাবে। তিনি বলেন, একমাত্র অর্šÍবর্তী সরকারই আছে যারা জুলাই বিপ্লবে অজির্ত নতুন বাংলাদেশ যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় সেজন্য কাজ করছে।

পূর্বের যে অনাচার, অন্যায়, দুর্নীতি ছিলো সেগুলো ঠিক করতে কাজ চলছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পুনর্বাসনে এই সরকার নিরলসভাবে কাজ করছেন।

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যলয়ের বিজ্ঞান ক্লাব অংশ নেয়। স্টলগুলোতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করে শিক্ষার্থীরা।