জাবি রোভার-ইন-কাউন্সিল-২০২৩-২০২৪ সেশনের সভাপতি ফেরদৌস, সম্পাদক সবুজ
- আপডেট সময় : ০৭:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি সিনিয়র রোভার মেট ফেরদৌস আল হাসান ও সাধারণ সম্পাদক সিনিয়র রোভার মেট মো. সবুজ শেখ। আর গার্ল-ইন-রোভার হয়েছেন সিনিয়র রোভার মেট তানিয়া ইসলাম তমা। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জাবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক ও রোভার স্কাউট লিডার সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
নতুন সভাপতি ও সিনিয়র রোভার মেট ফেরদৌস আল হাসান মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা করে বলেন, আমার প্রতি আস্থা রাখার জন্য জাবি রোভার স্কাউট লিডার মোহাম্মদ কামরুজ্জামান স্যারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
রোভার স্কাউটের মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। জাবি রোভারের সুনাম অক্ষুন্ন রেখে উত্তরোত্তর উন্নতি সাধনে সর্বোচ্চ চেষ্টা করবো।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ এম রাফিদ উল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক শামিমা আক্তার, অফিস সম্পাদক রেজভী আক্তার রুমি শহিদুল ইসলাম, সহ-সম্পাদক মো. মেহেদী হাসান, প্রকাশনা সম্পাদক মেরিনা, , পাঠাগার সম্পাদক শামসুল আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খাদিজাতুল খুশবু, ক্রীড়া সম্পাদক আহনাফ আদিব হোসেন, আইটি বিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, বহিঃ যোগাযোগ সম্পাদক রবহী হামদান, সমাজসেবা সম্পাদক খায়রুল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সুহানা তানভীন।