ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

জামালপুরে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

মীর জাহাঙ্গীর, জামালপুর
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে

E[

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামাচপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস  ও জমঈয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ জেলাশাখার  আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন গত শুক্রবার বাদ  আসর স্হানীয় ইকবালপুর  সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস  কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ড: মো: সাইফুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন।
সংগঠনের  জামালপুর জেলাশাখার  সভাপতি অধ্যক্ষ ড:  মো: বদিউজ্জামান তালুকদারের সভাপতিত্বে  ও জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ ওমর ফারুকের সন্চালনায় বক্তব্য রাখেন  জমঈয়তে শুব্বানে আহলে হাদিসের সাহিত্য ও সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক  মওলানা মোহসিন আলম,  ইকবালপুর জামে মসজিদের খতিব শাইখ মো: আমিন হোসাইন বিন আ: সামাদ, জেলা শুব্বানের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সালাফি,  জেলা জমঈয়তের সহ সম্পাদক  মো: জাহাঙ্গীর আলম মাস্টার,  মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক   মো: আ: মালেক জামালী  প্রমুখ।  বক্তারা অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ  সহ বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :
জামাচপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস  ও জমঈয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ জেলাশাখার  আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন গত শুক্রবার বাদ  আসর স্হানীয় ইকবালপুর  সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস  কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ড: মো: সাইফুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন।
সংগঠনের  জামালপুর জেলাশাখার  সভাপতি অধ্যক্ষ ড:  মো: বদিউজ্জামান তালুকদারের সভাপতিত্বে  ও জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ ওমর ফারুকের সন্চালনায় বক্তব্য রাখেন  জমঈয়তে শুব্বানে আহলে হাদিসের সাহিত্য ও সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক  মওলানা মোহসিন আলম,  ইকবালপুর জামে মসজিদের খতিব শাইখ মো: আমিন হোসাইন বিন আ: সামাদ, জেলা শুব্বানের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সালাফি,  জেলা জমঈয়তের সহ সম্পাদক  মো: জাহাঙ্গীর আলম মাস্টার,  মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক   মো: আ: মালেক জামালী  প্রমুখ।  বক্তারা অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ  সহ বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান।