টেকনাফ সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ বিজিবির

- আপডেট সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
কক্সবাজার টেকনাফের ঊনচিপ্রাং সীমান্তে বিজিবির অভিযানে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল রোববার (১৩ অক্টোবর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে খালেরমুখ নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র টহলদল খালেরমুখ এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে নাফ নদীর তীরে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর প্রায় ৫টায় বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের হাতে থাকা পোটলা ফেলে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবির বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।