সংবাদ শিরোনাম ::
ডামি নির্বাচনের কারিগর সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৩৬৩ বার পড়া হয়েছে
গুলশান এলাকা থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

























