ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

তারাকান্দায় সড়ক দখল করে দোকান,পথচারীদরে দুর্ভোগ

মো. আলমগীর হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় বাজারের পাকা বিট ও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে বাজারের ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরে জমিন ঘুরে দেখা গেছে, তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের বালিখা বাজারের পাকা বিট দখল করে কতিপয় ব্যবসায়ী দৌচালা চৌচালা টিনের ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।এছাড়া বাজারের উত্তর পশ্চিম কোনে ঢাকিরকান্দা ও দাদরা সড়কের মোড়ে অপরিকল্পিতভাবে দোকানপাট গড়ে তোলা যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছো। বাজারের পাকা বি দখল করে দোকানপাট নির্মাণ করায় ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সীমানা গেষেঁ ঢাকির কান্দা ও দাদরা সড়কের মোড়ে অপরিকল্পিত দোকানপাট গড়ে তোলা তীব্র যানজটে সৃষ্টি হচ্ছে।ইউনিয়ন সহকারি ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদের করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর প্রতিবেদন দাখিল করলেও রহস্যজনক কারণে প্রশাসন ব্যবস্থা নেয়নি।এক বিষয়ে বাজারের ক্রেতা বিক্রেতা সহসচেতন মহল জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় সড়ক দখল করে দোকান,পথচারীদরে দুর্ভোগ

আপডেট সময় :

ময়মনসিংহের তারাকান্দায় বাজারের পাকা বিট ও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে বাজারের ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরে জমিন ঘুরে দেখা গেছে, তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের বালিখা বাজারের পাকা বিট দখল করে কতিপয় ব্যবসায়ী দৌচালা চৌচালা টিনের ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।এছাড়া বাজারের উত্তর পশ্চিম কোনে ঢাকিরকান্দা ও দাদরা সড়কের মোড়ে অপরিকল্পিতভাবে দোকানপাট গড়ে তোলা যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছো। বাজারের পাকা বি দখল করে দোকানপাট নির্মাণ করায় ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সীমানা গেষেঁ ঢাকির কান্দা ও দাদরা সড়কের মোড়ে অপরিকল্পিত দোকানপাট গড়ে তোলা তীব্র যানজটে সৃষ্টি হচ্ছে।ইউনিয়ন সহকারি ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদের করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর প্রতিবেদন দাখিল করলেও রহস্যজনক কারণে প্রশাসন ব্যবস্থা নেয়নি।এক বিষয়ে বাজারের ক্রেতা বিক্রেতা সহসচেতন মহল জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।