তালায় গত বছর খুন ৮, আত্মহত্যা ১০ ও সড়ক দূর্ঘটনায় ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
পরকিয়ায় খুন, জায়গা জমি নিয়ে খুন, মাদ্রাসায় শিক্ষক খুন, মাদকাশক্তে খুন, যৌতুকের অতিরিক্ত টাকা না দেওয়ায় খুন, গৃহবঁধুর হাতে শাশুড়ি খুন, পর পর দুই কন্যা সন্তান হওয়ায় মনের কষ্টে আত্মহত্যা, পারিবারিক কলহকে কেন্দ্র করে আত্মহত্যা, ঋণের দায় আত্মহত্যা, রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যা, মটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা, পরিবহনের ধাক্কায় ভ্যান চালক নিহত, মটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আলম সাধু চালক নিহত। সব মিলে তালা উপজেলায় ২০২৫ সালে অস্বাভাবিকভাবে নিহত হয় ২৮ জন।
পুলিশ সূত্রে জানাগেছে, ০৭/৪/২৫ তালার শিরাশুনি গ্রামে পরকিয়ায় খুন হয় শামছুর রহমানের ছেলে হান্নান শেখ (৫৫), ১৮/০৫/২৫ তালার হরিহরনগর গ্রামে জায়গা জমির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীরা মিলে আপন ভাই মকছেদ (৫৬) কে পিটিয়ে হত্যা করে। ২০/০৭/২৫ তালার মুড়াগাছা শাহপুর গ্রামে মাদ্রাসায় ঢুকে শরিফুল (৪০) নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করলে এলাকাবাসী স্থানীয় রাজা (৪০) কে পিটিয়ে হত্যা করে। ২১/০৭/২৫ তালা আটারই গ্রামের মনিন্দ্রকে মারপিঠ করার অপরাধে এলাকাবাসী মাদকাশক্ত হাবিবুর (৩০) কে পিটিয়ে হত্যা করে। ২৬/০৫/২৫ পাটকেলঘাটা ধানদিয়া গ্রামের পার্থ মন্ডল ও ছেলে সম্রাট মিলে যৌতুকের অতিরিক্ত টাকা না দেওয়ায় গৃহবঁধু মিস্টি দাশ (২৮) কে পিটিয়ে হত্যা করে। ০৩/০৯/২৫ পাটকেলঘাটা তৈলকুপী গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ছাবিরা খাতুন (৪০) শাশুড়ি ভানু বিবি (৮০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ১৮/১২/২৫ তালা হরিশচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে ঐ গ্রামের মৃত আনছার শেখের পুত্র আলাউদ্দীন শেখের লাশ উদ্ধার করে তালা থানা পুলিশ।
আত্মহত্যা: ০৬/০৩/২৫ তালা নাংলা গ্রামের মাখন লালের পুত্র পঙ্কজ (৪৮) পারিবারিক কলহকে কেন্দ্র করে আত্মহত্যা করে। ১৩/০৩/২৫ তালা হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদার এর মেয়ে দশম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার জ্যোতি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২২/৫/২৫ পাটকেলঘাটা যুগীপুকুরিয়া গ্রামের ট্রাক চালক মারুফের স্ত্রী মনিরা খাতুন (২৫) পারিবারিক কলহকে কেন্দ্র করে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।
৩০/০৬/২৫ পাটকেলঘাটা মির্জাপুর গ্রামের মৃত মিহির পালের ছেলে নিভাস পাল (৪২) ঋনের দায়ে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। ০৫/০৭/২৫ তালা খানপুর গ্রামের মৃত কিনারাম দাসের ছেলে কালিপদ দাস ঋণের দায়ে জর্জরিত হয়ে বাড়ীর অদুরে একটি আম গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২৬/০৭/২৫ তালা সুজনশাহা গ্রামের মৃত আব্দুল মালেক শেখ এর ছেলে আব্দুল হান্নান (৬০) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল সহ্য করতে না পেরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২৬/০৭/২৫ একই দিনে তালার কলাগাছি গ্রামে সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল (৫৫) পারিবারিক কলহ ও মানসিক কারণে ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২০/০৯/২৫ পাটকেলঘাটা কুমিরা কায়েমখোলা গ্রামের দিপক গাইনের ছেলে নয়ন গাইন (২২) মটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা করে। ১২/১০/২৫ পাটকেলঘাটা হরিনখোলা গ্রামের অমলেন্দু মন্ডলের স্ত্রী কনিকা রানী মন্ডল (৩৫) তৃতীয় কন্যা সন্তান ভূমিষ্ট হওয়ার রিপোর্ট পেয়ে মনের দু:খ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২১/১১/২৫ পাটকেলঘাটা যুগীপুকুরিয়া গ্রামের গোলাম রসুলের স্ত্রী বৃষ্টি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
সড়ক দূর্ঘটনা: ০১/০১/২৫ পাটকেলঘাটা ৩০ মাইল নামক স্থানে পরিবহনের চাকার নিচে পড়ে সাতক্ষীরা রসুলপুর গ্রামের বরকাতুল্লাহ এর ছেলে মটরভ্যান চালক আমানুল্লাহ (৫৫) নিহত হয়। ২৫/০৪/২৫ পাটকেলঘাটা কদমতলায় পরিবহনের চাকার নিয়ে পিষ্ট হয়ে পাইকগাছা কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রিতা (২৮) ও ছেলে সৌরভ নিহত হয়। ২৭/০৪/২৫ খুলনা সাতক্ষীরা মহাসড়কে মির্জাপুর তেল পাম্পের সামনে গরুর গাড়ী আলম সাধুর এক্সেল ভেঙ্গে পাঁচরখী গ্রামের কেছমত উল্লাহ এর ছেলে আ: সালাম নিহত হয়। ২৫/১০/২৫ খুলনা পাইকগাছা সড়কের তালা তেঁতুলিয়া নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে মটরসাইকেলের ধাক্কায় সুকদেবপুর গ্রামের নছিম উদ্দীনের ছেলে সাজ্জাত সরদার (৪৫) নিহত হয়। ০৯/১২/২৫ পাটকেলঘাটা তালা সড়কের গোপালপুর নামক স্থানে মটরসাইকেরর ধাক্কায় ঐ গ্রামের মনোরঞ্জয় রায় (৮০) নিহত হয়। ১৫/১২/২৫ পাটকেলঘাটা রাকিব অটো রাইচ মিলের সামনে এক মটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আলমসাধু চালক যুগীপুকুরিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে আলমগীর (৩৮) নিহত হয়। ১৬/১২/২৫ পাটকেলঘাটা ভৈরবনগর নামক স্থানে মাহেন্দ্র উল্টে সাতক্ষীরা শাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমীন (৩৫) ও ছেলে মুস্তাকিম (১০) নিহত হয় ও ২৮/১২/২৫ তালা জালালপুর গ্রামের মধুসুদন চক্রবর্তীর ছেলে স্কুল শিক্ষক দেবাশিষ চক্রবর্তী (৩২) ভাড়া মটরসাইকেলে খুলনা যাওয়ার পথে ১৮ মাইল নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিহত হয়। এসব ঘটনায় খুন আত্মহত্যা ও সড়ক দূর্ঘটনায় থানায় পৃথক পৃথক হত্যা ও অপমৃত্যুর মামলা হয়।



















