সংবাদ শিরোনাম ::
থামছে না গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা, চট্টগ্রামে দগ্ধ ৪, সবাই অবস্থা আশঙ্কাজনক!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৪৫০ বার পড়া হয়েছে
থামছে না গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনায় হতাহত’র মিছিল বাড়ছে। দুর্ঘটনা বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণের নজির বাস্তবে ঘটছে না।
সেই ধারাবাহিকতায় ফের বন্দর নগরী চট্টগ্রামে সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বন্দর থানার আগ্রাবাদ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার নাগাদ এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)।
আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনার কথা তিনি শুনেছেন।