ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫। আজ শনিবার নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা সাঁতারুদের প্রতিযোগিতা শুরু হয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাটে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশগ্রহণ করেন। পুরুষ সাঁতারুরা প্রায় ১০ কিলোমিটার এবং মহিলা সাঁতারুরা প্রায় ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
প্রতিযোগিতা শেষে সকাল ১১টা ৩০ মিনিটে ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, এনইউপি, এনডিসি, পিএসসি, কমান্ডার, ঢাকা নৌ অঞ্চল; কমডোর আরিফ আহমেদ মোস্তফা (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম পাঁচজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়া প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার, দ্বিতীয়কে ১৫ হাজার, তৃতীয়কে ১০ হাজার, চতুর্থকে ৭ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারী সাঁতারুকেও তিন হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং দেশজুড়ে বিভিন্ন সুইমিং ক্লাবের সাঁতারুরা অংশগ্রহণ করেন। ধলেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং উৎসবমুখর পরিবেশে দিনভর সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে ছিল স্থানীয় মানুষের বিপুল আগ্রহ ও উচ্ছ্বাস।



















