নয়া দিল্লিতে রেকর্ড বৃষ্টি, ১১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
গত শুক্রবার দিল্লিতে ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা কিনা ১৯৩৬ সালের পর জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত।
ভারতের আবহাওয়া বিশেষজ্ঞরা জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে দিল্লিতে গড়ে প্রায় ৬৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই এর এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে।
প্রবল বর্ষষে ভারতের রাজধানী দিল্লির বহু নিচু এলাকা ডুবে গেছে। দেওয়াল ধ্বসে এবং ডবন্ত গর্তে পড়ে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০জুন) স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়।
দেশটির আবহাওয়া অি সের বার্তায় বলা হয়েছে, দিল্লীতে ফের ভারি বষর্ণের আশঙ্কা রয়েছে। একারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর নগরীটিতে রোববার ও সোমবার ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।