‘নিজের স্বার্থে নয়, জনগণের স্বার্থেই সংসদে যেতে চাই’
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের শাল্লা উপজেলার শাল্লা গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে একটি জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয় ।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির এলাকার উন্নয়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন:
“দিরাই-শাল্লার মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এই এলাকার মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যদি আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে এই জনপদকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তুলব ।
তিনি আরও যোগ করেন যে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং হাওর অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার সংসদীয় কার্যক্রমের প্রধান লক্ষ্য । আমি আমার স্বার্থে নয়, জনগণের স্বার্থেই সংসদে যেতে চাই ।
সরেজমিনে দেখা যায়, দুপুর গড়াতেই শাল্লা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভাটিকে একটি বিশাল গণসমাবেশে রূপ দেয়।
সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি
শাল্লা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব শামসুল আলম বসুর সভাপতিত্বে এবং মাওলানা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় নূরে আলম সিদ্দিকী, ভূবন বৈষ্ণব, বিধান চৌধুরী ও মজিবুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দিরাই-শাল্লার টেকসই উন্নয়নের জন্য শিশির মনিরকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করেন।
জনসভা শেষে সন্ধ্যায় তিনি বাহাড়া ইউনিয়নের ভেড়াডহড় গ্রামে একটি কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।



















