নোয়াখালী ও মুন্সিগঞ্জে শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে জাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী, মুন্সিগঞ্জসহ সারাদেশে গণ অভ্যুত্থানকারীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইটে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রতিক সময়ে নোয়াখালী, মুন্সিগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে পুলিশের মামলায় শিক্ষার্থীদের গ্রেফতারের নিন্দা জানান। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে নবীনুর রহমান নবীন বলেন, অবৈধ সরকার শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া অবৈধ প্রশাসন গণ-অভ্যুত্থানকারীদের গ্রেফতার করছে তার নিন্দা জানাই। সারা দেশের গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দিতে হবে। আর কোন শিক্ষার্থীকে গ্রেফতার করা চলবে না।
ওয়াসিম আহমেদ অনিক বলেন, ফ্যাসিবাদী প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার প্রশাসনের গণঅভুত্তানের ছাত্রদের গ্রেফতারের নিন্দা জানাই। মুন্সিগঞ্জ ও নোয়াখালীতে যে মামলা হয়েছে তা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ছাত্র-জনতা বাংলাদেশের গণঅভ্যুত্থানের দিকে সজাগ দৃষ্টি রাখবে। এটা একটা অশনি সংকেত। ছাত্র-জনতাসহ দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এ অপতৎপরতা রুখে দিব।
এসময় আরও উপস্থিত ছিলেন রাশিদুল রোমান (রসায়ন ৪০), ইব্রাহিম জর্জিস (ইতিহাস ৪১), ইমন (গণিত ৪১), জোবায়ের হোসাইন (গণিত ৪৫), হাসান শাহরিয়ার রমিম (বাংলা ৪৫), রাজুয়ার হোসাইন (ইতিহাস ৪৫), আব্দুল্লাহ বাকী অন্তর (আন্তর্জাতিক সম্পর্ক ৪৬), আবু বকর সিদ্দিক রাশেদ (প্রাণীবিদ্যা ৪৬) সহ আরও অনেকে।