সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
খড়স্রোতা পদ্মায় নির্মিত পদ্মাসেতু পরিদর্শন করেছেন ঢাকা সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।
পদ্মা সেতু পরিদর্শনের শেষে রাজা ওয়াংচুক নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান।
এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন। ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবেন।
সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।