সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় রেকর্ডীয় জমির সাইনবোর্ড উচ্ছেদ, থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 37;
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে রেকর্ডীয় জমির সাইনবোর্ড উচ্ছেদ সহ মারপিটের হুমকির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের মৃত ইলাহি বকস’র ছেলে সংবাদ কর্মী আব্দুল মজিদ সরদার ক্রয় সূত্রে ১৬ শতক জমি শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছে। এদিকে এ জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে তাহার আপন চাচা সহ চাচাতো ভাইরা বিরোধে লিপ্ত ছিলো।
এমতাবস্থায় সর্বশেষ গত ইং-২১/০৩/২০২৫ তারিখ শুক্রবার সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ শহিদুল ইসলাম সংবদ্ধভাবে উল্লেখিত জমিতে অনধিকার প্রবেশ করে। এসময়ে জমিতে থাকা সাইনবোর্ড উচ্ছেদ সহ বাদী আব্দুল মজিদ সরদার সহ তাহার পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। এবং জমিতে থাকা সাইনবোর্ড উচ্ছেদ সহ অন্যান্য মিলিয়ে প্রায় ৭ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এ ঘটনায় আব্দুল মজিদ সরদার বাদী হয়ে ঐ দিনই থানায় মোঃ শহিদুল ইসলাম সহ চার জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন, জিডি নং-১১২০।
এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত দেবনাথ শনিবার দুপুরে সরজমিন পরিদর্শন পূর্বক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিবাদী মোঃ শহিদুল ইসলাম গংদের উক্ত জমিতে অনধিকার প্রবেশ সহ যে কোনো ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন বলে জানান।