ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ আজ শনিবার অত্যন্ত জমকালো আয়োজনে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল কুচকাওয়াজ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
সকাল ৯:০০ ঘটিকায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সালাম গ্রহণ এবং ক্রীড়া শপথের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অতিথিবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর-এর সভানেত্রী জনাব কামরুন নাহার পপি।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে ক্ষুদে অ্যাথলেটদের উৎসাহ প্রদান করেন। পুলিশের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মর্যাদা লাভ করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বের পর শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। দৌড় সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম , পিপিএম বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শৃঙ্খলার দীক্ষা নিতে হবে খেলার মাঠ থেকেই। জেলা পুলিশ সবসময়ই এই প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিকাশে বদ্ধপরিকর।”
সবশেষে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।




















