ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারের: রিজভী

মোঃ দিদারুল ইসলাম, সাভার সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দেশে ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সোমবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এই যে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, আগে সেটিও সম্ভব ছিল না। কোথাও কথা বলতে গেলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতো। আমাদের আটক করে নিয়ে যেত। এই যে একটা মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এর পেছনে যাদের অবদান, আমরা বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়াচ্ছি।
এ সময় এই বিএনপি নেতা আরও বলেন, এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গত গত পরশুদিন তারাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্ত্র নিয়ে গোলাগুলি করেছে। তারা বের হয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যর্থতার জন্য যদি দেশে ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে এর দায় তাদের নিতে হবে।
এসময় তিনি আরো বলেন, সংস্কার যেন উপসংহারহীন না হয়ে পড়ে, সংস্কারের তো একটা উপসংহার টানতে হবে। সেটা যদি অনন্তকাল ধরে হয়, তখন তো প্রশ্ন দেখা দিবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কমিটমেন্ট হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর সেটা করতে হলে তো অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেটা থেকে ১৫ বছর দেশের জনগণ বঞ্চিত ছিল সেটা তো নিশ্চিত করতে হবে। তাই সরকার যেসকল সংস্কার কমিটি গঠন করেছে সেগুলো দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়। আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, কারন সংস্কারের মূল কাজটা তো করবে পলিটিক্যাল পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা ১৫ বছর আন্দোলন করেছে। তাই এটাকে বিলম্বিত করলে এই গণআন্দোলনের যেই মূল অবজেক্টিভ সেটা নষ্ট হয়ে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারের: রিজভী

আপডেট সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

 

দেশে ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সোমবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এই যে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, আগে সেটিও সম্ভব ছিল না। কোথাও কথা বলতে গেলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতো। আমাদের আটক করে নিয়ে যেত। এই যে একটা মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এর পেছনে যাদের অবদান, আমরা বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়াচ্ছি।
এ সময় এই বিএনপি নেতা আরও বলেন, এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গত গত পরশুদিন তারাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্ত্র নিয়ে গোলাগুলি করেছে। তারা বের হয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যর্থতার জন্য যদি দেশে ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে এর দায় তাদের নিতে হবে।
এসময় তিনি আরো বলেন, সংস্কার যেন উপসংহারহীন না হয়ে পড়ে, সংস্কারের তো একটা উপসংহার টানতে হবে। সেটা যদি অনন্তকাল ধরে হয়, তখন তো প্রশ্ন দেখা দিবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কমিটমেন্ট হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর সেটা করতে হলে তো অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেটা থেকে ১৫ বছর দেশের জনগণ বঞ্চিত ছিল সেটা তো নিশ্চিত করতে হবে। তাই সরকার যেসকল সংস্কার কমিটি গঠন করেছে সেগুলো দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়। আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, কারন সংস্কারের মূল কাজটা তো করবে পলিটিক্যাল পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা ১৫ বছর আন্দোলন করেছে। তাই এটাকে বিলম্বিত করলে এই গণআন্দোলনের যেই মূল অবজেক্টিভ সেটা নষ্ট হয়ে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী।