ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo ১৫ বছরে অন্যায় কাজের জন্য পুলিশ দুঃখিত ও লজ্জিত: আইজিপি Logo রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের Logo সমমনা দলের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক Logo জাতীয় ইমাম পরিষদের পৌর শাখার সভাপতি আশরাফুল-সেক্রেটারি কাদির Logo শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১ Logo আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :  ড্যাব মহাসচিব Logo বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা : অর্থ উপদেষ্টা Logo ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির Logo মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯ Logo বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা

বড়লেখায় মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা, যুবক আটক

মোঃ নজরুল ইসলাম বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বড়লেখা উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনকে হত্যার চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ (২২) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। পরদিন পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ আদালতে আসামির তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন।

গত শুক্রবার রাতে ইউনিয়নের হলদিরপাড় জামে মসজিদের মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুমকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার চেষ্টা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে তাকে আটক করেন গ্রামের মানুষ।

জানা গেছে, গত ১৪ অক্টোবর গভীর রাতে মসজিদের হুজরার বাউন্ডারি টপকিয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত আব্দুল হামিদ হুজরার বারান্দায় রাখা মোটরসাইকেলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে মুয়াজ্জিনের ঘরের দরজা বাহির থেকে আটকে রাখে, যাতে মোটরসাইকেলের আগুন ভেতরে ছড়িয়ে ঘুমন্ত অবস্থায় তিনি পুড়ে মারা যান। তবে আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে জানালা দিয়ে মুয়াজ্জিনকে ডেকে তোলায় তিনি প্রাণে বেঁচে যান।

এমন বর্বোরচিত ঘটনায় মসজিদ কমিটি ও গ্রামবাসী সোচ্চার হয়ে অপরাধীকে খুঁজতে থাকেন। এরই মাঝে অভিযুক্ত আব্দুল হামিদ গ্রামের কয়েকজনের সঙ্গে দম্ভোক্তি করে বলেছে- মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুম তার সঙ্গে একদিন তর্কবিতর্ক করেছেন, এজন্য সে তাকে পুড়িয়ে মারতে হুজরায় মোটরসাইকেলে আগুন দিয়েছিল।

এই স্বীকারোক্তির সূত্র ধরে গ্রামবাসী শুক্রবার রাতে আব্দুল হামিদকে আটক করেন। গ্রাম পঞ্চায়েতের জেরার মুখে সে মুয়াজ্জিনকে মেরে ফেলতে উনার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাহির থেকে দরজা বন্ধ করে রাখার সত্যতা স্বীকার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, মুয়াজ্জিনের মোটরসাইকেল পোড়ানো ও তাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ন্যক্কারজনক ঘটনায় এলাকাবাসী মারাত্মক লজ্জায় ও হুমকিতে পড়েন। তাকে খুঁজে বের করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রামবাসি তার জবানবন্দী নেন। তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত আব্দুল হামিদ শত শত গ্রামবাসির সম্মুখে স্বীকার করেছে, প্রতিশোধ নিতে সে এমন কাণ্ড ঘটিয়েছে। ভুক্তভোগী মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুম অগ্নিসংযোগকারী ও হত্যা চেষ্টাকারী আটক আব্দুল হামিদকে প্রধান আসামি ও আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই ফখরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ সোমবার আসামি আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। রিমান্ড প্রার্থনাটি শুনানির জন্য রেখেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা, যুবক আটক

আপডেট সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

 

বড়লেখা উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনকে হত্যার চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ (২২) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। পরদিন পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ আদালতে আসামির তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন।

গত শুক্রবার রাতে ইউনিয়নের হলদিরপাড় জামে মসজিদের মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুমকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার চেষ্টা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে তাকে আটক করেন গ্রামের মানুষ।

জানা গেছে, গত ১৪ অক্টোবর গভীর রাতে মসজিদের হুজরার বাউন্ডারি টপকিয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত আব্দুল হামিদ হুজরার বারান্দায় রাখা মোটরসাইকেলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে মুয়াজ্জিনের ঘরের দরজা বাহির থেকে আটকে রাখে, যাতে মোটরসাইকেলের আগুন ভেতরে ছড়িয়ে ঘুমন্ত অবস্থায় তিনি পুড়ে মারা যান। তবে আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে জানালা দিয়ে মুয়াজ্জিনকে ডেকে তোলায় তিনি প্রাণে বেঁচে যান।

এমন বর্বোরচিত ঘটনায় মসজিদ কমিটি ও গ্রামবাসী সোচ্চার হয়ে অপরাধীকে খুঁজতে থাকেন। এরই মাঝে অভিযুক্ত আব্দুল হামিদ গ্রামের কয়েকজনের সঙ্গে দম্ভোক্তি করে বলেছে- মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুম তার সঙ্গে একদিন তর্কবিতর্ক করেছেন, এজন্য সে তাকে পুড়িয়ে মারতে হুজরায় মোটরসাইকেলে আগুন দিয়েছিল।

এই স্বীকারোক্তির সূত্র ধরে গ্রামবাসী শুক্রবার রাতে আব্দুল হামিদকে আটক করেন। গ্রাম পঞ্চায়েতের জেরার মুখে সে মুয়াজ্জিনকে মেরে ফেলতে উনার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাহির থেকে দরজা বন্ধ করে রাখার সত্যতা স্বীকার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, মুয়াজ্জিনের মোটরসাইকেল পোড়ানো ও তাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ন্যক্কারজনক ঘটনায় এলাকাবাসী মারাত্মক লজ্জায় ও হুমকিতে পড়েন। তাকে খুঁজে বের করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রামবাসি তার জবানবন্দী নেন। তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত আব্দুল হামিদ শত শত গ্রামবাসির সম্মুখে স্বীকার করেছে, প্রতিশোধ নিতে সে এমন কাণ্ড ঘটিয়েছে। ভুক্তভোগী মুয়াজ্জিন হোসাইন আহমদ মাছুম অগ্নিসংযোগকারী ও হত্যা চেষ্টাকারী আটক আব্দুল হামিদকে প্রধান আসামি ও আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই ফখরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ সোমবার আসামি আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। রিমান্ড প্রার্থনাটি শুনানির জন্য রেখেছেন আদালত।