ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয়, ইসি  আনিছুর

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মে. আনিছুর রহমন। বৃহস্পতিবার দুপুরে তিনি কুমিল্লা আসেন এবং স্থানীয় সার্কিট হাউজে মতবিনিময় সভায় যুক্ত হন।

এসময় ইসি আনিছুর রহমন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এসময় তিনি বলেন, আমরা পাকিস্তানের গণতন্ত্রের চেয়ে ভালো আছি।

কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের প্রার্থীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের ইসি আনিছুর রহমন প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির কোনও সুযোগ নেই উল্লেখ করে বলেন, নির্বাচনে দেশি-বিদেশি সংস্থা পর্যবেক্ষণ করছে। এটিও জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ।

স্থানীয় সংসদ সদস্য (আ ক ম বাহাউদ্দিন বাহার) বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন এবং তিনি একটি প্রতীকের পক্ষেও প্রচারণা চালাচ্ছেন, প্রার্থীদের এই অভিযোগ কীভাবে দেখছেন এমন প্রশ্নে নির্বাচন কমিশন বলেন, তিনি এই এলাকার ভোটার। তিনি কি করতে পারবেন বা করতে পারবেন না, তা নির্বাচন আচরণবিধিতে লেখা রয়েছে। তিনি যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে অভিযুক্ত হবেন।

উপ-নির্বাচন শেষে সকল কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কোনও সমস্যা হলে বা জরুরি প্রয়োজন হলে তিনি বাইরে যাবেন। এ সময় যিনি দায়িত্বে থাকবেন তিনি তা প্রকাশ করবেন।

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয়, ইসি  আনিছুর

আপডেট সময় : ০৭:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মে. আনিছুর রহমন। বৃহস্পতিবার দুপুরে তিনি কুমিল্লা আসেন এবং স্থানীয় সার্কিট হাউজে মতবিনিময় সভায় যুক্ত হন।

এসময় ইসি আনিছুর রহমন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এসময় তিনি বলেন, আমরা পাকিস্তানের গণতন্ত্রের চেয়ে ভালো আছি।

কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের প্রার্থীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের ইসি আনিছুর রহমন প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির কোনও সুযোগ নেই উল্লেখ করে বলেন, নির্বাচনে দেশি-বিদেশি সংস্থা পর্যবেক্ষণ করছে। এটিও জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ।

স্থানীয় সংসদ সদস্য (আ ক ম বাহাউদ্দিন বাহার) বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন এবং তিনি একটি প্রতীকের পক্ষেও প্রচারণা চালাচ্ছেন, প্রার্থীদের এই অভিযোগ কীভাবে দেখছেন এমন প্রশ্নে নির্বাচন কমিশন বলেন, তিনি এই এলাকার ভোটার। তিনি কি করতে পারবেন বা করতে পারবেন না, তা নির্বাচন আচরণবিধিতে লেখা রয়েছে। তিনি যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে অভিযুক্ত হবেন।

উপ-নির্বাচন শেষে সকল কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কোনও সমস্যা হলে বা জরুরি প্রয়োজন হলে তিনি বাইরে যাবেন। এ সময় যিনি দায়িত্বে থাকবেন তিনি তা প্রকাশ করবেন।

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।