ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীন উদ্ধার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অপহরণের দুদিন পর সোনালী ব্যাংক রুমার শাখার ম্যানেজার নিজাম উদ্দিন র‌্যাব মধ্যস্থতায় উদ্ধার হলেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে উদ্ধার করে।

এর আগে দুপুরে র‌্যাব সাংবাদিক সম্মেলনে বলেন, অপহৃত নিজাম উদ্দিনকে ফিরে পেতে মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা গুণতে হবে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীরা সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট এবং ম্যানেজার নিজাম উদ্দিনকে অপরহরণ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুশিয়ারি দেন।

নিজাম উদ্দিনকে উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরদিন জেলার থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে দিনে দুপুরে ফের ডাকাতির ঘটনা ঘটে। এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটো ঘটনার পর বান্দরবান জেলায় সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীন উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

 

অপহরণের দুদিন পর সোনালী ব্যাংক রুমার শাখার ম্যানেজার নিজাম উদ্দিন র‌্যাব মধ্যস্থতায় উদ্ধার হলেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে উদ্ধার করে।

এর আগে দুপুরে র‌্যাব সাংবাদিক সম্মেলনে বলেন, অপহৃত নিজাম উদ্দিনকে ফিরে পেতে মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা গুণতে হবে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীরা সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট এবং ম্যানেজার নিজাম উদ্দিনকে অপরহরণ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুশিয়ারি দেন।

নিজাম উদ্দিনকে উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরদিন জেলার থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে দিনে দুপুরে ফের ডাকাতির ঘটনা ঘটে। এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটো ঘটনার পর বান্দরবান জেলায় সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে।