বিএসএফ সীমান্তে গুলি চালাতে পারে, বিজিবির মাইকিং
- আপডেট সময় : ০৪:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ
ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তে গুলি চালাতে পারে এমন সতর্ক করে মাইকিং করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যেতে বারণ করছে বিজিবি।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি কোনও বেসামরিক লোক সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।
বুধবার (১২ জুন) বেলা ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় ৪৯ বিজিবির অধীন আইসিপি ক্যাম্পের পক্ষ তরফে এমন মাইকিং করা হচ্ছে।
এসময় বলা হচ্ছে, বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে নাগরিকদের সতর্ক করে চলেছেন বিজিবি সদস্যরা।
সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা করছে, এই কাজ বাংলাদেশের কোন দুর্বৃত্তের। এ কারণে প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে। এমন ধারণা থেকেই বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেন।
বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির তরফে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন বিষয়টি জানিয়ে দেয়।
সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে সতর্ক করতে বলা হয়।
যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে এমন অভিযোগ বিএসএফের। তাই বাংলাদেশের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।