সংবাদ শিরোনাম ::
বিএসএফ’র সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৩৭৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে সাদ্দাম হোসেন (১৫) নামে বাংলাদেশি কিশোর নিহত হয়।
রোববার বিকালে সাদ্দাম ও একই এলাকার ছিদ্দেকুর রহমান (৩৪) সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চরাতে গিয়ে একপর্যায়ে তারা জিরো লাইনের কাছাকাছি চলে যায়। এ সময় ত্রিপুরার ঊনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। তাতে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যায়। ছিদ্দেকুর আহত হন। কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এসব তথ্য সংবাদমাধ্যম জানান।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবি মরদেহ গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ।