সংবাদ শিরোনাম ::
বিএসএমএমইউয়ের ভিসি হলেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৪৬৬ বার পড়া হয়েছে
\স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকালে ১২তম উপাচার্য হিসেবে বিএসএমএমইউতে নিযোগ পান ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, বিএসএমএমইউ মানবসেবায় দেশের শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। শুধু তাই নয়, বিশ্বে মাথাউঁচু করে দাঁড়াতে পারে, সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি দেশের এ রকম একটা প্রতিষ্ঠান রয়েছে।
ডা. দীন মোহাম্মদ নূরুল হক এর আগে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন।
























