বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের সমাবেশ
- আপডেট সময় : ০৪:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ। রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বুয়েটের নেওয়া অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ব্যবস্থার বিরুদ্ধে এই সমাবেশ ডাক দেয় ছাত্র লীগ।
সমাবেশ উপলক্ষে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মাইকিং করে ছাত্রলীগ। তাতে ঢাকায় অবস্থিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, ২৯ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল করে। এই সিদ্ধান্তকে বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্রকামী মানুষ ও ছাত্রসমাজ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে।
বাংলাদেশের ছাত্রসমাজ বুয়েট প্রশাসনের এ সিদ্ধান্তকে একটি অন্যায্য, অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নৈতিক স্খলনজনিত শিক্ষাবিরোধী কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।