ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক Logo মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন Logo এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে অংশনিচ্ছে মোট ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী Logo রামু প্রেস ক্লাবের জরুরী সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার  Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহে কমেছে পরীক্ষার্থীর হার Logo দিনাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত Logo শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক Logo রাজবাড়ীতে সাবেক পৌরসভা মেয়রের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরন Logo ৮ মাস ধরে অবরুদ্ধ একটি স্কুল ও সরকারি ডাকঘর  Logo পাইকগাছায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯২টি গুলি ছোঁড়েন আওয়ামী গফুর মোল্লা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

গ্রেফতার গফুর মোল্লা

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মিরপুরের একাধিক স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি চলাকালে নিজের শর্টগান দিয়ে ৯২ রাউন্ড গুলি ছোঁড়েন আওয়ামী লীগের গফুর মোল্লা। তিনি একাধিক হত্যা মামলার আসামী। রূপনগর থানা আ.লীগের এই সহসভাপতিকে বৃহস্পতিবার ভোর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে রূপনগর থানা পুলিশ।

গফুর মোল্লার হেফাজত থেকে একটি শর্টগান, আটটি অক্ষত গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার গফুর মোল্লা মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট সংঘর্ষের সময় ৯২টি গুলি ব্যবহার করেছেন।

আজ বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান। তিনি জানান, মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে মিরপুর-১০, পল্লবী প্রশিকার মোড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

গত ২০ জুলাই বিকাল অনুমান ৫টা থেকে ৫টার সময় মিরপুর-১০ সংলগ্ন প্রশিকার মোড় প্রধান সড়কের ওপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপরে এ হামলায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তি গুলিবদ্ধ হয়ে মৃত্যবরণ করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। মামলা তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ফুটেজ পর্যালোচনা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ মাকছেদুর রহমান আরও জানান, গফুর মোল্লা তার লাইসেন্স করা শর্টগানের জন্য ২০০১ সালে ৫০টি, ২০০৬ সালে ২৫টি এবং ২০১৩ সালে ২৫টিসহ ১০০টি গুলি কেনেন। রূপনগর থানা পুলিশ তার কাছে থেকে একটি শর্টগান, আটটি অক্ষত গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করে। বাকি ৯২টি গুলির বিষয়ে তিনি সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি। এ ছাড়া তিনি গুলি ব্যবহার বা হারানো বিষয়ে থানায় জিডি করেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর মোল্লা জানান, তিনি ৯২টি গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছেন। এ ছাড়া পল্লবী থানাধীন মিরপুর অরজিনাল-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রধান সড়কের ওপর গত ৪ আগস্ট ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

এ হামলায় ইমন হোসেন আকাশ নিহত হয়। এ ঘটনায় নিহতের মা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। গফুর মোল্লা এই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯২টি গুলি ছোঁড়েন আওয়ামী গফুর মোল্লা

আপডেট সময় : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

 

মিরপুরের একাধিক স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি চলাকালে নিজের শর্টগান দিয়ে ৯২ রাউন্ড গুলি ছোঁড়েন আওয়ামী লীগের গফুর মোল্লা। তিনি একাধিক হত্যা মামলার আসামী। রূপনগর থানা আ.লীগের এই সহসভাপতিকে বৃহস্পতিবার ভোর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে রূপনগর থানা পুলিশ।

গফুর মোল্লার হেফাজত থেকে একটি শর্টগান, আটটি অক্ষত গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার গফুর মোল্লা মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট সংঘর্ষের সময় ৯২টি গুলি ব্যবহার করেছেন।

আজ বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান। তিনি জানান, মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে মিরপুর-১০, পল্লবী প্রশিকার মোড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

গত ২০ জুলাই বিকাল অনুমান ৫টা থেকে ৫টার সময় মিরপুর-১০ সংলগ্ন প্রশিকার মোড় প্রধান সড়কের ওপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপরে এ হামলায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তি গুলিবদ্ধ হয়ে মৃত্যবরণ করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। মামলা তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ফুটেজ পর্যালোচনা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ মাকছেদুর রহমান আরও জানান, গফুর মোল্লা তার লাইসেন্স করা শর্টগানের জন্য ২০০১ সালে ৫০টি, ২০০৬ সালে ২৫টি এবং ২০১৩ সালে ২৫টিসহ ১০০টি গুলি কেনেন। রূপনগর থানা পুলিশ তার কাছে থেকে একটি শর্টগান, আটটি অক্ষত গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করে। বাকি ৯২টি গুলির বিষয়ে তিনি সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি। এ ছাড়া তিনি গুলি ব্যবহার বা হারানো বিষয়ে থানায় জিডি করেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর মোল্লা জানান, তিনি ৯২টি গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছেন। এ ছাড়া পল্লবী থানাধীন মিরপুর অরজিনাল-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রধান সড়কের ওপর গত ৪ আগস্ট ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

এ হামলায় ইমন হোসেন আকাশ নিহত হয়। এ ঘটনায় নিহতের মা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। গফুর মোল্লা এই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।