ব্লেন্ডিং মেশিনে আনা ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
- আপডেট সময় : ০১:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস। শারজাহ থেকে দুই যাত্রী ভেকুয়াম ক্লিনার, ব্লেন্ডিং মেশিনের মতো গৃহস্থালি যন্ত্রে লুকিয়ে এনেছিলো প্রায় আড়াই কেজি স্বর্ণ। তারপরও শেষ রক্ষা হয়নি।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে। কাস্টম স্ক্যানিংয়ে শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর ওজন ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়।
একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিন থেকে উদ্ধার করা হয়, ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ।
কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, ব্যাগেজে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ওজন অস্বাভাবিক মনে হওয়ায় তা কেটে রোলারের ভেতর বিশেষভাবে লুকানো ১ হাজার ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়।
যাত্রীর দেহতল্লাশি করে ২২ ক্যারেটের দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়। যার ওজন ১০০ গ্রাম।