ভালো খেলেও হেরে গেলেন কাঁঠালিয়া ফুটবল একাডেমি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কাঁঠালিয়া ইউএনও কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ এ ফাইনাল খেলা মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোল শুন্য ছিল। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কাঁঠালিয়া ফুটবল একাডেমিকে হারায় মঠবাড়ীয়া ইনান এক্ষপ্রেস।
মাঠ পরিচালনা করেন রেফারি মো. গোলাম মোস্তফা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঠবাড়ীয়া ইনান এক্সপ্রেস দলের গোল রক্ষক মো.রাজিব আহম্মেদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
এসময় থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাপস কুমার তালুকদার, কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম, উপজেলা যুব উন্নয়ণ অফিসার কামরুল ইসলাম তালুকদার, পল্লী উন্নয়ণ অফিসার দিপংকর কুমার শীল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.যোবায়ের হোসেন ও ব্যবসায়ী মো.শহীদুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মো.মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাগণ।
টূর্নামেন্টে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ৮টি দল অংশ গ্রহন করেন। ১ নভেম্বর উপজেলা পরিষদ মাঠে খেলার উদ্ধোধন করেন ইউএনও জহিরুল ইসলাম।
খেলা শেষে দর্শকরা জানান, ভালো খেলেও ট্রাইব্রেকারে হারলেন, কাঁঠালিয়া ফুটবল একাডেমি।




















