মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
রমজান মাস আসন্ন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে রজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
জেলাপ্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে কিছু মানুষ মজুতদারি করে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়। সেদিকে বিশেষভাবে নজর দিতে বললেন প্রধানমন্ত্রী। খেয়াল রাখতে হবে কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয়। দেশীয় উৎপাদন বাড়িয়ে নির্ভরশীলতা কমাতে হবে। আমরা পারি, তাও আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, সরবরাহের ক্ষেত্রেও কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। কেউ কেউ মজুতদারি করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দেবে না, সেদিকে বিশেষভাবে দৃষ্টি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রমজান মাস সামনে রেখেই কথাগুলো আমি সবাইকে বললাম। নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে সেদিকে সবাইকে যথাযথভাবে নজর রওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।