সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। গতকাল
মঙ্গলবার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের সাহাব উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল “মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।” যথারীতি তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।



















