ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

মাত্র পাঁচ মিনিটেই ক্লান্তি জেরে ফেলুন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

ফািইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দিনভর হাজারটা ঝক্কিঝামেলা কাটিয়ে ক্লান্ত দেহে ঘরে ফিরেছেন। কিছুক্ষণের মধ্যে ফের বের হতে হবে। এ অবস্থায় ফের বাইরে বেরুতে হবে। যেতে হবে কোন অনুষ্ঠানে।

এ অবস্থায় কপালে দুশ্চিন্তার ভাজ, মোটেই না। মাত্র পাঁচ মিনিট দিন, আর জাদু দেখুন। ঝটপট ফ্রেশ হয়ে ওঠুন চনমনে।

কৌশলটা কি?

গোলাপজলে তুলা ভিজিয়ে সারা মুখে চেপে দিন। নিমেষেই ক্লান্ত ত্বক তরতাজা।

দই আর মধু দিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে মুখে তিন মিনিট নরাখুন তারপর ধুয়ে ফেলুন।

চোখের পাতা আর চিকবোনের ওপর সামান্য পেট্রোলিয়াম জেলির ছোঁয়াই আপনাকে উজ্জ্বল করে তুলতে পারে।

চোখের ক্লান্তি ঢেকে দিন মাস্কারার প্রলেপে

আর পরিষ্কার কাপড়ে টুকরোয় বরফ নিয়ে আপনার মুখে হালকা করে ঘষে নিন। তাতে মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর হবে।

মুখ বেশি ক্লান্ত লাগছে? এমনটি মনে হলে চুল খুলে রাখুন। আপনার খোলা চুল মুখের চার পাশে ফ্রেমের মতো ঘিরে থাকলে ক্লান্তভাব অতটা চোখে পড়বে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাত্র পাঁচ মিনিটেই ক্লান্তি জেরে ফেলুন

আপডেট সময় : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

 

দিনভর হাজারটা ঝক্কিঝামেলা কাটিয়ে ক্লান্ত দেহে ঘরে ফিরেছেন। কিছুক্ষণের মধ্যে ফের বের হতে হবে। এ অবস্থায় ফের বাইরে বেরুতে হবে। যেতে হবে কোন অনুষ্ঠানে।

এ অবস্থায় কপালে দুশ্চিন্তার ভাজ, মোটেই না। মাত্র পাঁচ মিনিট দিন, আর জাদু দেখুন। ঝটপট ফ্রেশ হয়ে ওঠুন চনমনে।

কৌশলটা কি?

গোলাপজলে তুলা ভিজিয়ে সারা মুখে চেপে দিন। নিমেষেই ক্লান্ত ত্বক তরতাজা।

দই আর মধু দিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে মুখে তিন মিনিট নরাখুন তারপর ধুয়ে ফেলুন।

চোখের পাতা আর চিকবোনের ওপর সামান্য পেট্রোলিয়াম জেলির ছোঁয়াই আপনাকে উজ্জ্বল করে তুলতে পারে।

চোখের ক্লান্তি ঢেকে দিন মাস্কারার প্রলেপে

আর পরিষ্কার কাপড়ে টুকরোয় বরফ নিয়ে আপনার মুখে হালকা করে ঘষে নিন। তাতে মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর হবে।

মুখ বেশি ক্লান্ত লাগছে? এমনটি মনে হলে চুল খুলে রাখুন। আপনার খোলা চুল মুখের চার পাশে ফ্রেমের মতো ঘিরে থাকলে ক্লান্তভাব অতটা চোখে পড়বে না।