ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন Logo ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা Logo গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক Logo কক্সবাজার-৩ আসনে বিএনপির আস্থা লুৎফুর রহমান কাজল Logo উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা Logo মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত Logo কেশবপুরে বিএনপির প্রার্থী তালিকায় রওনকুল ইসলাম শ্রাবণ Logo যশোরে তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল Logo সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

আপডেট সময় :

মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’