সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাখা অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অভিযানে অন্তত ৩০টির বেশি ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান। অভিযান শেষে তিনি জানান, দীর্ঘদিন যাবত সরকারি জন-গুরুত্বপূর্ণ রাস্তার দুইপাশ দখল করে অবৈধভাবে ফুটপাতে দোকানপাট গড়ে উঠেছিল। এতে প্রায়ই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল সড়কে। ফলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে যদি কেউ আবারও ফুটপাত দখল করে রাখার চেষ্টা করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানের সার্বিক সহযোগিতা করে সদর থানা পুলিশের সদস্যরা।