মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
মোল্লাহাটে রবিবার (১০মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এবং ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর অংশগ্রহনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো ” প্রতিপাদ্যের আলোকে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফায়ার সার্ভিস এর মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অফিসার ইনচার্জ এস এম আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র পাল, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, ব্যাপ্টিষ্টের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মিবৃন্দ প্রমুখ।