সংবাদ শিরোনাম ::
যে কারণে উত্তরায় ১৪ দিনের তীব্র যানজটের আশঙ্কা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় ১৪ দিন তীব্র যানজটের আশঙ্কা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বিমানবন্দর থেকে আজমপুর সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা ১৪ দিন সড়কের উন্নয়ন কাজ চলবে।
এ অবস্থায় ঢাকা-ময়মনসিংহ রোডে যানবাহন চলাচল বিঘ্ন ঘটতে পারে। যে কারণে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে। এ কারণে পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। সোমবার (৪ মার্চ) ট্রাফিক নির্দেশনায় এ কথা জানানো হয়।