রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ, ট্রেনের শিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০৭:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সাড়ে চার ঘণ্টা রেলপথ অবরোধ কর্মসূচি পালনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
রেলপথ অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকে যায় তিনটি ট্রেন। সাড়ে চার ঘণ্টার রেলপথ অবরোধে তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে এ আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভারসহ বিভিন্ন পয়েন্টে এ অবরোধ কর্মসূচি চলে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম সংবাদমাধ্যমকে জানান, রাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ও বিক্ষোভের কারণে হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ দিতে হয়েছে। সেখান থেকেই যাত্রী তুলে আবার ফেরত পাঠাতে হয়েছে।
যারা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন, তাদের সড়কপথে হরিয়ান রেলওয়ে স্টেশনে পাঠানো হয়। ট্রেনে যাত্রী ওঠার পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি হরিয়ান ছেড়ে যায়।
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস সোমবার সকাল থেকে হরিয়ান রেলওয়ে স্টেশনেই আটকে ছিল। ট্রেনের নির্ধারিত সময় ৪টা থাকলেও সেটি ছেড়ে যায়নি। ট্রেন ছাড়তে আরও বিলম্ব হবে।
চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে নির্ধারিত সময় ৩টার পরিবর্তে সাড়ে ৪টার পর ছেড়ে গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। বঙ্গবন্ধুর বাংলায় তারা বৈষম্য মানেন না। তাদের দাবি মানা না হলে এ আন্দোলন আরও তীব্র হবে।
কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদের সদস্য মেহেদী সজীব বলেন, আজ আমরা রেললাইন অবরোধ করেছি। আমাদের লাগাতার কর্মসূচি চলবে যতদিন দাবি আদায় না হয়।
বিকেল ৪টার দিকে তারা রেলপথ অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফেরেন।