সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাজশাহী ব্যুরো
- আপডেট সময় : ১২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৮৯ বার পড়া হয়েছে
বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরা হলো না শুভর। মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহী এয়ারপোর্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় ১৭ বছরের যুবক শুভ আহম্মেদ।
শুক্রবার (১ মার্চ) রাত ৯ টা নাগাদ এ ঘটনায় মৃত শুভর বাবার নাম জালাল উদ্দিন। বাড়ি মোহনপুর উপজেলার বরইকুড়ি গ্রামে।
শুভর বড় ভাই আকাশ জানান, তারা দুইভাই রাজশাহী শহরে এক বন্ধুর সাথে দেখা করতে যায়। সেখান থেকে ফিরে এসে রাজশাহী বিমানবন্দর মোড়ে চা খাওয়ার উদ্দেশ্যে থামে। এসময় ছোট ভাই শুভ, বড়ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে মোটর সাইকেল চালিয়ে কিছুদূর যাবার পর অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভ।
ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।