রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি
- আপডেট সময় : ১০:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও জমির ফসল। দিনের পর দিন পানিবন্দী থাকলেও নেই আশানুরূপ ত্রাণের ব্যবস্থা। খেয়ে না খেয়ে তাই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের মাচায় বসবাস করছে দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গা না থাকায় একই পরিস্থিতি গৃহপালিত পশু।
চরাঞ্চলের বাসিন্দারা জানান, প্রায় একমাস আগে বাঘার পদ্মায় পানি বাড়ার কারণে প্রথমে ভাঙ্গন দেখা দেয়। সে সময় হাজার-হাজার বিঘা জমির আবাদি ফসল নষ্ট হয়। ভাঙ্গনের কবলে পড়ে পদ্মাতীরবর্তী লক্ষী নগর, আতার পাড়া ও চৌমাদিয়া সহ কয়েকটি গ্রামের প্রায় হাজার-হাজার বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। এর মধ্যে অন্যতম কলা বাগান।
বন্যাকবলিত এলাকার লোকজনের অভিযোগ, এখন পর্যন্ত জেলা প্রশাসক কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা তাদের দেখতে আসেননি। একদিন উপজেলা নির্বাহী অফিসার এসে দেখে যাবার পরদিন মাত্র একশ পরিবারের জন্য ১০ কেজি করে চাল পাঠিয়েছেন, যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, আমি সম্প্রতি পদ্মার চরাঞ্চলে ভাঙ্গন দেখতে গিয়ে ছিলাম। পদ্মায় পানি বৃদ্ধির কারণে বিভিন্ন ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রায় পাঁচ শতাধিক মানুষ তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। এ ছাড়াও বাড়ি-ঘর ভেঙ্গে অনেকেই অন্য এলাকায় চলে গেছেন।
এর ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি ইতোমধ্যে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো-সহ তাদের জন্য খাবার ও আর্থিক সহায়তা চেয়ে একটি প্রতিবেদন জেলা প্রশাসক-সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছি।