রামুতে কৃষকলীগ নেতা হত্যায় দুইজন গ্রেপ্তার

- আপডেট সময় : ৪১৫ বার পড়া হয়েছে
রামুতে ছুরিকাঘাতে কৃষকলীগ নেতা নাজেম মওলা সাহেদ হত্যাকান্ডের ৪৮ ঘন্টায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ৮ নং ওয়ার্ড কমলাপাড়া এলাকার আলা উদ্দিন ও ওসমান।
বৃহস্পতিবার (২৮ মর্চ) রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আটককৃত আসামীরা জনৈক ফেরদৌস প্রকাশ ফিরোর সাথে কথা কাটাকাটি জের ধরে নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়াকে এলোপাথাড়ি চুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে য়ায়। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, জড়িতদের গ্রেপ্তারে মঠে নামে পুলিশ। অভিযানকালে তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আসামীদের মোবাইল ফোনের লোকেশন ট্রাক করে রামু থানার ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই সি সাইফুল আলমসহ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পলাতক প্রধান আসামী দেলোয়ারকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।