রামুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
রামুতে ৯ ডিসেম্বর মঙ্গলবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, রামু পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু, সদস্য মাওলানা মোহছেন শরীফ, সাইফুল ইসলাম চৌধুরী কলিম, সুকুমার বড়ুয়া ও শাহ আলম।
সভায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুনীর্তির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভা, আলোচনা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি উদযাপন করবে। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সততা সংঘ প্রতিষ্ঠায় উদ্যোগ নিবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ কমিটি কমিশনের নির্দেশনা অনুসরণ করে অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন বক্তারা।















