রেলপথে সক্রিয় পাথর ছোঁড়া দুর্বৃত্ত, বিজয় এক্সপ্রেসের চালক হাসপাতালে
- আপডেট সময় : ০৪:২৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্বৃত্তের ছোঁড়া পাথরে মো. আতিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক আহত হবার পর ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে আটকা পড়ে।
আঠারবাড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জহানান আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত সোয়া ১১টার নাগাদ দুর্বৃত্তরা পাথর ছোঁড়ে।
পূর্ব-পশ্চিম দুই অঞ্চলেই পাথরছোঁড়া দুর্বৃত্তরা সক্রিয়। দীর্ঘ সময় বন্ধের পর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ফের চালুর দিনেই দুর্বৃত্তের ছোঁড়া পাথরে জানালার কাচ ভেঙ্গে যাবার ঘটনা ঘটেছে।
এর আগে পশ্চিমাঞ্চলে দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলকর্মীর মৃত্যুও ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরও পাথরছোঁড়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা। চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুরের জামালপুর পর্যন্ত চলাচল করে।