ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আজীবন সম্মাননা পেলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা শ্রেষ্ঠ নায়ক সজল শ্রেষ্ঠ নায়িকা পরীমণি Logo শীর্ষ সন্ত্রাসীদের যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে ঢাকা! Logo গুজব ও শঙ্কায় সারাদেশ Logo গোলাম মাওলা সেতু দ্রুত নির্মাণের দাবি: জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন Logo শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রসাশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ‘আগামী দশ বছরের মধ্যে দেশের নেতৃত্ব দেবে রাজপথে থাকা তরুণেরা’ Logo ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘন্টা চলাচল বন্ধ Logo সুনামগঞ্জ-৪ আসনে ট্রাকের চাবি পেলেন তিমন চৌধুরী Logo ইসলামপুরে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত Logo গোলাপগঞ্জে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, এক মাসে ১৫ মামলা নিস্পত্তি

লাগামহীন সব্জি বাজার, দাম বেড়েছে মুরগি-মাছ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কাঁচা বাজার কোন দরদাম নেই। দোকানি বললেন, এক দাম-বেগুন ১০০ টাকা, ঝিঙ্গা ৬০, পটল ৬০, আলু ৬০, লাউ ৫০-৬০, শশা ৪০-৫০ এবং পেপে বিক্রি হচ্ছে ৮০, গাজর ৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা কেজি দরে। মাঝারি চাল কুমড়া প্রতিটি ৫০ টাকা।

সোমবার (১৩ মে) খিলগাঁও বাজার এবং আশপাশের ভ্যানবাজারে এমন দরেই বিক্রি হচ্ছে সব্জি।

বাজারের মাছ, মাংস বাড়তি থাকলেও সব্জির বাজার ছিলো সাধারণের নাগালে। কিণ্তু সময় পরিবর্তন হয়েছে। সব্জির বাজার এখন লাগামহীন। খুচরা বিক্রেতাদের সাফ জবাব মোকাম থেকে বেশি দামে কিনতে হয় বলেই বিক্রির দাম চড়া।

দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই। সিন্ডিকেটের কবলে কাঁচাবাজার এসব অভিযোগও শোনা যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ তীব্র গরমে ক্ষেতে নষ্ট হচ্ছে সবজি এবং সেচেও বেড়েছে উৎপাদন খরচ। ফলে বাজারে সব্জির দাম উর্ধমুখি।

১২০ টাকা ডজনের ডিম এখন ১৫০ টাকা। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

গরমে অজুহাত আর লালন-পালন ব্যয় বেশি এমন অজুহাতে ব্রয়লার মুনগির কেজি ২২০ টাকা, সোনালি ৩৮০ টাকা আর দেশি জাতের জন্য মুরগি প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষের কই আর রুই- কাতল বিক্রি ২৫০-৩৫০ টাকা। কম বৃষ্টি এবং মাছের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাগামহীন সব্জি বাজার, দাম বেড়েছে মুরগি-মাছ

আপডেট সময় :

 

কাঁচা বাজার কোন দরদাম নেই। দোকানি বললেন, এক দাম-বেগুন ১০০ টাকা, ঝিঙ্গা ৬০, পটল ৬০, আলু ৬০, লাউ ৫০-৬০, শশা ৪০-৫০ এবং পেপে বিক্রি হচ্ছে ৮০, গাজর ৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা কেজি দরে। মাঝারি চাল কুমড়া প্রতিটি ৫০ টাকা।

সোমবার (১৩ মে) খিলগাঁও বাজার এবং আশপাশের ভ্যানবাজারে এমন দরেই বিক্রি হচ্ছে সব্জি।

বাজারের মাছ, মাংস বাড়তি থাকলেও সব্জির বাজার ছিলো সাধারণের নাগালে। কিণ্তু সময় পরিবর্তন হয়েছে। সব্জির বাজার এখন লাগামহীন। খুচরা বিক্রেতাদের সাফ জবাব মোকাম থেকে বেশি দামে কিনতে হয় বলেই বিক্রির দাম চড়া।

দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই। সিন্ডিকেটের কবলে কাঁচাবাজার এসব অভিযোগও শোনা যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ তীব্র গরমে ক্ষেতে নষ্ট হচ্ছে সবজি এবং সেচেও বেড়েছে উৎপাদন খরচ। ফলে বাজারে সব্জির দাম উর্ধমুখি।

১২০ টাকা ডজনের ডিম এখন ১৫০ টাকা। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

গরমে অজুহাত আর লালন-পালন ব্যয় বেশি এমন অজুহাতে ব্রয়লার মুনগির কেজি ২২০ টাকা, সোনালি ৩৮০ টাকা আর দেশি জাতের জন্য মুরগি প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষের কই আর রুই- কাতল বিক্রি ২৫০-৩৫০ টাকা। কম বৃষ্টি এবং মাছের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।