সংবাদ শিরোনাম ::
শাহজালালে পরিত্যক্ত ৩৮ পিস সোনার বার উদ্ধার
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১২:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দর সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানান।
উদ্ধারকৃত সোনার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। যারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। কালো স্কটেপে মোড়ানো এসব সোনা বিমানে ল্রাগেজ কেবিনে পড়েছিলো বলে জানায় কাস্টমস।
মাস্কাট থেকে আগত সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ বুধবার ভোর সাড়ে ৫ টায় ল্যান্ড করে। বিমানের সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার হওয়া গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। আটক স্বর্ণগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।